বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল শিক্ষার্থী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১০:০৫ am

বাগেরহাটে তীব্র গরমে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে সায়লা আক্তার সাথী নামে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সায়লা আক্তার সাথী মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জ্ঞান ফিরলে কথা হয় সায়লা আক্তার সাথীর সঙ্গে। তখন সে বলে, কয়েকদিন স্কুল বন্ধ থাকার পর স্কুলে আসছি। আসার সময় রাস্তায় অনেক রোদ ছিল। আমাদের শ্রেণিকক্ষে টিনশেড থাকায় ক্লাস চলাকালীন সময়েও প্রচুর গরম লাগছিল। গরমে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাই। এরপর আমাকে হাসপাতালে নিয়ে এসেছে।

মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান মিত্রা বলেন, আমাদের স্কুলে ১৫২ জন শিক্ষার্থীর মধ্যে আজকে উপস্থিত ছিল মাত্র ৪৮ জন। তীব্র গরমে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। এরমধ্যে আজ দুপুরে একজন শিক্ষার্থী তীব্র গরমে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এখন তার অবস্থা কিছুটা ভালো।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD