শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪ ১২:২১ pm

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই ফিফটি হাঁকিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়েছেন তানজিদ হাসান তামিম। তরুণ এই ওপেনারের ৬৭ এবং তাওহিদ হৃদয়ের ৩৩ রানের ক্যামিওতে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পেয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার পর প্রশংসা কুড়াচ্ছেন এই দুই টাইগার ব্যাটসম্যান। তামিম-হৃদয় দুজনেই অনেক উন্নতি করছেন বলে মত ব্যাটিং কোচ ডেভিড হেম্পের।

চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সে (তানজিদ) উন্নতি করছে। সে ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় ছিল, ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে আগের চেয়ে। তবে এখনও উন্নতির অনেক জায়গা আছে তার। তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।’

টাইগারদের ব্যাটিং প্রসঙ্গে হেম্প আরও বলেন, ‘আমরা শুধু নিশ্চিত করতে চেয়েছি আমাদের শক্তির জায়গা অনুযায়ী আমরা যেন খেলতে পারি। এভাবেই আমরা ক্রিকেটারদের খেলতে দেখতে চাই। আপনাকে চেষ্টা করতে হবে সঠিকভাবে মানিয়ে নিতে এবং সিদ্ধান্ত নিতে। তবে মাথায় রাখতে হবে যে কাজটা আপনি ভালো করেন তা থেকে যেন দূরে সরে না যান। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে প্লেয়াররা ভালো করবে এবং আমরা ম্যাচ জিততে পারব। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’

হৃদয় পরিশ্রমের মধ্য দিয়ে ম্যাচকে এগিয়ে নেওয়ার বিষয়টি আয়ত্ত করছে বলে মন্তব্য করেন এই ব্যাটিং কোচ, ‘আসলে পুরো গ্রুপের ক্রিকেটাররাই দারুণ প্রতিভাবান। সে (হৃদয়) এমন একজন যে প্রতিনিয়ত নিজের খেলাটাকে উন্নত করতে চায়। কোচিংয়ের দিক থেকে দেখলে বিষয়টি দারুণ। আপনি এমন ক্রিকেটারই চাইবেন যে খেলাকে এগিয়ে নিয়ে যেতে চায়। সে এমনই একজন। সে অনেক পরিশ্রম করে। সবসময় উন্নতির চেষ্টা করে যায়। এটাই আমরা চাই প্লেয়ারদের কাছে।’

ভয়হীন খেলার জন্য ইতোমধ্যে হৃদয়ের বিশেষ পরিচিতিও তৈরি হয়েছে। তবে এমন মানসিকতা নিয়ে খেলার জন্য সব ক্রিকেটারদেরেই উদ্বুদ্ধ করা হয় বলে জানিয়েছেন হেম্প, ‘আমি তা বলব না। ফেয়ারলেস বলতে কী বুঝিয়েছেন সেটা তার ওপর নির্ভর করছে। শট খেলার ক্ষেত্রে আসলে আমরা সবাইকেই এভাবে কোচিং করাই। ইতিবাচক থাকতে বলি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সবসময় ইতিবাচক মানসিকতা ধরে রাখতে বলি। এভাবেই আমরা প্লেয়ারদের সাহস যুগিয়ে থাকি।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামীকাল (৫ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD