রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

৯৯৯-এ কল, গাজীপুরে চুরি হওয়া শিশু বগুড়া থেকে উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ১০:২৩ am

গাজীপুরে চুরি হওয়া রোহান নামে সাড়ে সাত মাস বয়সী এক শিশুকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তা চাইলে এ উদ্ধার অভিযানে নামে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশু রোহানের বাবা রহিমউদ্দীন (৫৭) গাজীপুর মেট্রোপলিটন সদরের মজিদ মার্কেট এলাকার ব্যবসায়ী।

জাতীয় জরুরি সেবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেলে ৯৯৯-এ ফোন কল করে রহিমউদ্দীন তার ছেলে চুরি চুরি হওয়ার অভিযোগ করে সহায়তা চান।

রহিমউদ্দীন পুলিশকে জানান, তার স্ত্রী শিশু সন্তানকে নিয়ে দুপুরে বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী তার সন্তানকে নিয়ে যান। এর আগেও তিনি তার ছেলেকে নিয়ে রাখতেন ও ফিরিয়ে দিয়ে যেতেন। কিন্তু এবার দীর্ঘ সময় ফিরিয়ে না দেওয়ায় তার কাছে ছেলেকে চাইতে গেলে তিনি ছেলেকে নেওয়ার কথা অস্বীকার করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহায়তা চাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাটি গাজীপুর সদর থানায় জানিয়ে দেওয়া হয়। পরে সদর থানা পুলিশের একটি দল তদন্তে নামে। এতে পুলিশ জানতে পারে ভুক্তভোগীর প্রতিবেশীর স্ত্রীর পরিচিত দুজন নারী শিশুটিকে আদর করার কথা বলে পালিয়ে যায়।

এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই দুই নারীর অবস্থান সনাক্ত করা হয় বগুড়ায়। পরবর্তীতে বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় ওই দিন রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়। এছাড়া চুরির অভিযোগে জাকিয়া আক্তার জান্নাত (২৩) ও রাকিবা
আক্তার আঁখি (২১) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

চুরির অভিযোগে গাজীপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD