বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশনের কাজ চলমান রয়েছে। আজ ৯ নভেম্বর থেকে শুরু করে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত নথি মাইগ্রেশনের এ প্রক্রিয়া চলমান থাকবে। এ সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নথি সিস্টেমকে আরও বেশি গতিশীল এবং আধুনিক করতে ডিজিটাল নথিতে রূপান্তর করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পনা নিয়েছে এটুআই। পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ নভেম্বর থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশন কাজ চলমান থাকবে এবং এ সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়েছে, মাইগ্রেশন কাজ চলাকালীন ই-নথি সিস্টেমে লগইন করা যাবে না এবং ই-নথি থেকে প্রস্তুতকৃত কোনো খসড়া বা জারির অপেক্ষমাণ কোনো পত্র রাখা যাবে না। ফলে ৮ নভেম্বরের মধ্যে ই-নথিতে সকল পেন্ডিং কাজ নিষ্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।