বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

৫ জেলায় নতুন এডিসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৬:৪৮ am

পাঁচ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পাঁচ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। জেলাগুলো হলো- দিনাজপুর, কুষ্টিয়া, ভোলা, নাটোর ও মাদারীপুর।

রবিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোসা. তানিয়া ফেরদৌসকে মাদারীপুরের এডিসি, পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহাকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হোসেনকে কুষ্টিয়ার এডিসি, ঝালকাঠি সদর ইউএনও সাবেকুন নাহারকে ভোলার এডিসি ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেনকে নাটোরের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD