শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

৫৬০ শহীদ বুদ্ধিজীবীর খসড়া তালিকা প্রকাশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৮:৩৩ am

চার পর্বে মোট ৫৬০ জন বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৪ মার্চ) রাজধানীর সচিবালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, ‘চার পর্বে মোট ৫৬০ জন বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছি আমরা। এটি খসড়া তালিকা। তবে চূড়ান্ত তালিকা ১৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘এই তালিকা প্রকাশ করতে গিয়ে আমরা মধুর ক্যান্টিনের মধুসূদন দে (মধু দা)-এর নাম বিশেষ বিবেচনায় তালিকায় অন্তর্ভুক্ত করেছি।’

এ সময় রাজাকারদের তালিকা কবে প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের এখনও কোনো তালিকা কমিটি থেকে দেওয়া হয় নাই। এজন্য আমাদের কাছে কোনো সর্বশেষ আপডেট নাই। লিখিত কোনো তালিকা আমরা পাই নাই বিধায় প্রকাশ করতে পারছি না।’

কবে নাগাদ প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা তালিকা পেলেই প্রকাশ করবো। আমাদের তালিকা পেলে প্রকাশ করতে তো সমস্যা নাই। তবে যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। তাই দেরি হচ্ছে। তবে আমার তো মনে হয় এখন এই তালিকার দরকার নাই। এতে অনেক অনিয়মের সুযোগ থাকে। আর আপনারা যদি তালিকা দেখতেই চান তাহলে ৭১ সালের তালিকা আছে, সেটা দেখেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৭১ সালের তালিকা আছে। আপনারা তালিকা দেখতে চাইলে ৭১ সালের তালিকা দেখেন। এখন তালিকা করলে যদি কেউ অনিয়ম করে তখন আপনারাই আবার প্রশ্ন করবেন। অভিযোগ করবেন। আবার এইখানে অনেকেই জীবন বাঁচানোর জন্য, আবার কেউ সত্যিকার অর্থে পাকিস্তানের সপক্ষে রাজাকার হয়েছেন। সেটাকেও বিবেচনা করতে হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD