রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

৩৪৪ উপজেলায় ভোট কবে, জানাল ইসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ২:৪৫ pm

দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪ উপজেলার নির্বাচন কখন হবে, তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চারটি ধাপে কোন জেলার কোন উপজেলায় ভোট কবে হবে, সেই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ইসি সচিব জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

ইসি ঘোষিত তালিকা অনুযায়ী— রাজশাহী, রংপুর , খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮ টি, দ্বিতীয় ধাপে ১২১টি তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে করা হবে। দেশে ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী উপজেলা রয়েছে ৪৫২টি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD