সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ১৩ বাসে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৪:৩৮ am

রোববার সকালে থেকে সোমবার সকাল পর্যন্ত ১৩টি বাসসহ ১৮টি যানবাহনে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এসব আগুন ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট কাজ করে নির্বাপণ করে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোর ৪টা থেকে সোমবার সকাল ১০টা (অবরোধের ৩০ ঘণ্টা) পর্যন্ত ১৮টি গাড়িতে আগুন দেওয়ার সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে, ৪টি, চট্টগ্রাম বিভাগে ৪ টি ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD