বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

২০৩৪ বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ করল সৌদি আরব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:১২ am

২০২২ সালে বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ করে বিপাকে পড়েছিল কাতার। শেষ পর্যন্ত আসর শুরুর দুদিন আগে নির্ধারিত কিছু জায়গায় অনুমতি দিয়েছিল দেশটি। এবার অ্যালকোহল নিয়ে আগেভাগেই কঠিন সিদ্ধান্ত নিয়ে রেখেছে সৌদি আরব।

এককভাবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। টুর্নামেন্টে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন যুক্তরাজ্যে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ।

তিনি জানান, দেশটির সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে দর্শক-সমর্থকদের। তাই অ্যালকোহল থাকবে না স্টেডিয়ামের আশপাশে। এমনকি কোনো হোটেলেও বিক্রি করা হবে না। কারণ, এই দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ।

যদিও গত বছর অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়। তবে স্থানীয়দের ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হয় এই নিষেধাজ্ঞা। স্থানীয়দের মতো মুসলিমপ্রধান এই দেশটিতে নিষেধাজ্ঞা মানতে হবে ২০৩৪ বিশ্বকাপ দেখতে আসা দর্শকরাও। 

এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেন, এই মুহূর্তে আমাদের ভাবনা হলো, অ্যালকোহলের অনুমতি আমরা দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা হতে পারে। অ্যালকোহল পান করা তো শতভাগ জরুরি নয়। চলে যাওয়ার পর যদি আপনি পান করতে চান, সেটা আপনার ব্যাপার। তবে আমরা এটার অনুমতি দেব না বলেই আপাতত ঠিক করেছি। 

গত বছর চাপের মুখে কাতার কিছু জায়গায় অ্যালকোহলের অনুমতি দিলেও সৌদি সেটা করবে না বলে জানিয়েছেন বান্দার আল সাউদ। বিশ্বকাপের জন্য নিজেদের সংস্কৃতি পরিবর্তন করতে পারবেন না জানিয়েছেন তিনি।

সাউদের ভাষ্য, সব দেশেরই নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতির আওতার মধ্যে সবকিছুকে আমরা স্বাগত জানাব। তবে অন্যদের জন্য তো আমরা আমাদের সংস্কৃতি বদলাতে পারব না। 

গত ডিসেম্বরে ঘোষণা করা হয় ২০৩৪ বিশ্বকাপ আয়োজক দেশের নাম। সৌদি আরব ছাড়া এই বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বী। আর ২০৩০ সালের বিশ্বকাপ মরক্কো, স্পেন ও পর্তুগাল মিলে আয়োজন করবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD