শোয়েব বশিরের বলটা সীমানা ছাড়া করে আবেগ চেপে রাখতে পারলেন না সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা। অন্য প্রান্ত থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার ডাগআউটে তখন রাজ্যের উচ্ছ্বাস। অধিনায়ক ডি সিলভার সঙ্গে করমর্দন করে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম যেন বলে গেলেন, যোগ্য হিসেবেই জিতেছো। গ্যালারিতে মুহুর্মুহু করতালির শব্দ। দ্য ওভালের দিনটা যেন শ্রীলঙ্কাময়। আরেকটি অবিস্মরণীয় জয়ের সাক্ষী হলো লঙ্কান ক্রিকেট।
২০১৪ সালের পর ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে হারের স্বাদ দিলো শ্রীলঙ্কা। সেটিও আবার প্রতিপক্ষের দুর্গে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে। অথচ প্রথম দুই টেস্ট হেরে হোয়াইটওয়াশের শঙ্কায়