শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

১০ উইকেটের জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫ ৭:০২ am

ভারতের কাছে হেরে আগেই শেষ চারের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের। সুপার সিক্সের নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিলো সুমাইয়া আক্তাররা। ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ১০ উইকেটের জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হলো বাংলাদেশের।

বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আগের ম্যাচে ভারতের বিপক্ষে কার্যত জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে ৮ উইকেটে হেরে যায় জুনিয়র টাইগ্রেসরা। সেখানেই শেষ হয় সেমিফাইনালের স্বপ্ন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে এসেছিল। আজ (মঙ্গলবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগ্রেস বোলারদের তোপে দিশেহারা ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।

নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৪ রানের পুঁজি পেয়েছিল ক্যারিবীয়রা। অমৃতা রামতাহলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১৬ রান। এ ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল আর দুই ব্যাটার। ৩ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন নিশিতা আক্তার নিশি।

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। ফাহোমিদা ছোয়া এবং জুয়াইরিয়া ফেরদৌস ৮.৫ ওভারে তুলে ফেলে এই রান। ফেরদৌস ২৫ এবং ছোয়া ১৪ রানে অপরাজিত ছিলেন। সুপার সিক্সে তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD