সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

১০০টি নতুন যুদ্ধবিমান পাবে ভারতীয় বিমান বাহিনী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৮:৫৬ am

ফ্রান্সের তৈরি রাফায়েল ভারতে এসেছে আগেই। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বেশি যুদ্ধবিমান এখনও রাশিয়ার তৈরি মিগ। ছয় দশক ধরে ভারতীয় বিমান বাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে। মিগ নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগও উঠেছে।

এছাড়া মিগ ক্র্যাশ করার ঘটনাও ঘটেছে বারবার। এই পরিস্থিতিতে মিগের পরিবর্তে তেজস যুদ্ধবিমান বিমান বাহিনীর হাতে তুলে দেওয়ার কাজ কিছুদিন আগেই শুরু হয়েছে।

এবার পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান-এ যুদ্ধবিমান। এই বিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্যাল লিমিটেড বা হ্যালকে।

মোট ১০০টি তেজস মার্ক ওয়ান-এ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হ্যালকে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে সব মিলিয়ে ৩০০টি তেজস যুদ্ধবিমান কেনা হবে। বস্তুত, ২০২১ সালে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ৮৩টি তেজস কেনার অনুমতি দিয়েছিল। তখন থেকেই তেজসের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

তেজসের ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান চীনের জেএফ-১৭ যুদ্ধবিমানের সঙ্গে তুলনীয়। এই বিমানে ‘অস্ত্র’ নামের ক্ষেপণাস্ত্র রাখা যাবে। এছাড়াও মাঝ আকাশে তেল ভরা, এএসআই বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রেডার থাকবে এই বিমানে।

ভারতের বাইরে মালয়েশিয়া এই বিমান কেনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD