দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি কাঁচামরিচের দাম। কেজিপ্রতি ৪০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে; যা গত দুদিন আগেই বিক্রি হয়েছিল ১০০ টাকায়। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন-আয়ের মানুষগুলো।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা খাবার হোটেল মালিক মিজানুর রহমান বলেন, খাবার হোটেলে প্রতিদিন কাঁচামরিচের প্রয়োজন হয়। তবে যেভাবে প্রতিদিন কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে, এতে হোটেল পরিচালনা করাই কষ্টকর হয়ে পড়েছে। আমার হোটেলে প্রতিদিন পাঁচ কেজি করে কাঁচামরিচ প্রয়োজন হয়। দাম বৃদ্ধির কারণে কম করে কিনলাম।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বাজারের মোকামগুলোতে কাঁচামরিচের সরবরাহ কমেছে। যার ফলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা জয়পুরহাট, বগুড়া, রংপুর থেকে কাঁচামরিচ পাইকারি কিনে থাকি। বেশি দামে কিনে বেশি দামেই আমাদের বিক্রি করতে হচ্ছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।