বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

হিমাচলে বৃষ্টি ও ধসে ক্ষতি ১০ হাজার কোটি : মুখ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ৬:৫১ am

ভারতের হিমাচল প্রদেশে বৃষ্টি ও ধসে প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। শুক্রবার গণমাধ্যমে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী।

প্রবল বৃষ্টি পরিস্থিতিকে বিপর্যয় বলে ঘোষণা দিয়ে তিনি জানান, বৃষ্টি ও ধসের কারণে মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়ে গিয়েছে। প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এখনও শিমলার মন্দিরের ধ্বংসাবশেষের তলায় অন্তত ছয়জনের দেহ চাপা পড়ে রয়েছে।

সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়, হিমাচল প্রদেশের ৫০৬টি রাস্তা এখনও বন্ধ হয়ে রয়েছে। বিকল হয়ে পড়েছে পানি সরবরাহের ১৪৯টি প্রকল্প। যুদ্ধকালীন তৎপরতায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হিমাচলের এমন পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী সুখু জানিয়েছেন, এখনও রাজ্যের নানা প্রান্তে উদ্ধারকাজ চলছে। বিশেষত ধসের কারণে যারা ঘরছাড়া হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে প্রায় দশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে পুরো হিমাচল প্রদেশে।

মুখ্যমন্ত্রী আরও জানান, যা ক্ষতি হয়েছে সেই পরিকাঠামো গড়ে তুলতে আরও এক বছর সময় লাগবে।

বৃষ্টিতে ভেসে গেছে নিচের মাটি, হিমাচলে ঝুলে গেছে রেললাইন

এর আগে গত সোমবারই ধসের ফলে ভেঙে পড়ে শিমলার একটি বিখ্যাত মন্দির। বহু মানুষ আটকে পড়েন মন্দিরের তলায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হলেও এখনও ধ্বংসাবশেষ পুরোপুরি সরানো যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD