শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৯ am

মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সার্ভার অন্তত সাড়ে তিন ঘণ্টা ডাউন হয়ে ছিল।

বাংলাদেশ সময় বুধবার রাত ১২টার দিকে জনপ্রিয় পরিষেবাগুলো ব্যবহারকারীরা প্রযুক্তিগত এ ত্রুটির সম্মুখীন হন।

পরে রাত ১টা ২১ মিনিটে এক পোস্টে মেটার পক্ষ থেকে বলা হয়, আমরা জানতে পেরেছি, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ ব্যবহার করতে পারছেন না।

‘আমরা যত দ্রুত সম্ভব বিষয়গুলো স্বাভাবিক করার জন্য কাজ করছি এবং কোনও অসুবিধার জন্য দুঃখিত।’

পরে রাত সাড়ে তিনটার দিকে পরিষেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম বলছে, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার ব্যবহারকারীরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD