মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ৬:৩৯ am

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পথে আছেন।

মঙ্গলবার (১১ জুন) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি জানিয়েছেন।

ওবায়দুল কাদেরকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৪ ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও সেটি ২১ মিনিট বিলম্বে ৮টা ৫১ মিনিটে উড্ডয়ন করে। আনুমানিক দুপুর ২টা ৩২ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুরে পৌঁছার কথা আছে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD