বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
রাষ্ট্রপতি আব্দুল হামিদকে লেখা এক চিঠিতে শি জিনপিং চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন জানান।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক খাতে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। বাংলাদেশের সরকার ও জনগণের ওই অর্জনকে আন্তর্জাতিক সম্প্রদায় ভূয়সী প্রশংসা করে।
এছাড়াও চীনের রাষ্ট্রপতি চিঠিতে লিখেছেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক এবং এটি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের কারণে উভয় দেশ ও জনগণ উপকৃত হয়েছে। আমি বাংলাদেশ-চীন সম্পর্ক বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি এবং দুই দেশের কৌশলগত সহযোগিতার সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার জন্য কাজ করতে প্রস্তুত।