বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন




সৌদিতে ১০ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দেশজুড়ে এক সপ্তাহের অভিযানে এই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ থেকে ১৭ মে পর্যন্ত এক সপ্তাহের অভিযানে ১০ হাজার ৬৭৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলাবাহিনী। মন্ত্রণালয় বলেছে, গত সপ্তাহে সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৬৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ৬১৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ৩৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদিতে প্রবেশের চেষ্টার সময় আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। একই সময়ে দেশ ছাড়ার চেষ্টাকালে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

বর্তমানে দেশটিতে গ্রেপ্তারকৃত ২৬ হাজার ৫৪ জন আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের মধ্যে কেবল নারীই রয়েছেন ৪ হাজারের বেশি।

তাদের মধ্যে ১৯ হাজার ৪৬৯ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও ৬ হাজার ২১৯ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: অ্যারাবিয়ান বিজনেস।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD