শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

সৌদিতে কারখানায় আগুনে ৭ বাংলাদেশি নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ৬:২৫ pm

সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দেশটির দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এখন পর্যন্ত জানা গেছে নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর।

জানা গেছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন। লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD