শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

সোহেল চৌধুরী হত্যা : জামিন পেলেন আশিষ চৌধুরী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ৫:৪৭ am

২৫ বছর আগের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় অবশেষে জামিন পেয়েছেন আশিষ রায় চৌধুরী।

সোমবার (১৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ তাকে জামিন দেন। একই সঙ্গে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়।

এদিন আদালতে আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাঈদ আহমেদ রাজা। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় ও সেলিম আশরাফ চৌধুরী।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে, এই হত্যা মামলায় আশিষ রায় চৌধুরী হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করেছিল।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিনই তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন। এই মামলায় ১৯৯৯ সালের ৩০ জুলাই ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD