চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত জুঁই আক্তার চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা স্বাক্ষরিত পত্রে চাঁপাইনবাবগঞ্জ পৌর মহিলা যুব লীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান জুঁই আক্তার। সেই কমিটি এখনো বলবৎ আছে।