মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের যানবাহনে ভাঙচুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৭:৪১ am

বিএনপির ডাকা অবরোধ সমর্থনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় যানবাহনে ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুরে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। এর আগে নেতাকর্মীরা ২টি বাস ও ২টি সিএনজিচালত অটোরিকশা ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এসময় আশপাশে থাকা ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে সব দোকানপাট বন্ধ করে দেন তারা।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, অবরোধ চলছে চলবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

বিক্ষোভ মিছিল করে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা সড়ক থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD