শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

সিলেটে পুরো টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের অনুশীলন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৫:৩৫ am

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশ দলের। আইসিসির ইভেন্ট থেকে ফেরার পর জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন। এরই মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলতি মাসেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের।

লঙ্গার ভার্সনের এই সিরিজকে সামনে রেখে গতকাল রোববার ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সকালে সিলেটে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদরা। এর একদিন পর আজ সোমবার পুরো দলের সদস্যরা যোগ দিয়েছেন অনুশীলনে।

জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ বাকিদের দেখা গিয়েছে ক্যাম্পে। এদিনও দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের সবাই রয়েছেন এই ক্যাম্পে। এর আগে ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়।

দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD