প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে সিরিজ হারানোর লক্ষ্যে শুরুতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। এমন সিদ্ধান্ত কতটা সঠিক, সেটি জানতে বাংলাদেশের ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও প্রথম ইনিংসের মাঝে টাইগারদের অনিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে রান তুলেছেন কুশল মেন্ডিসরা। টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা ইনিংসে (৮৬ রান) ভর করে নির্ধারিত ২০ ওভারে সফরকারীরা ৭ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে।
তবে লঙ্কানদের দলীয় পুঁজি আরও বড় হতে পারত। সেক্ষেত্রে তাদের কাঙ্ক্ষিত রান থেকে আটকে রাখতে ডেথ ওভারে বাংলাদেশের বোলিং পারফম্যান্স ছিল দারুণ। কারণ শেষ ৫ ওভারে শ্রীলঙ্কা মাত্র ৩৯ রান তুলতে পেরেছিল। যদিও শেষ ওভারে তারা তোলে ১৪ রান। বিশেষত টাইগারদের সামনে তুলনামূলক ছোট লক্ষ্য পাওয়ার বড় ভূমিকা ছিল ১৬ ও ১৭তম ওভারের। দুই ওভারে রিশাদ হোসেন ও তাসকিন যথাক্রমে ৩ এবং ২ রান দিয়েছেন।