শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মহাসড়কে ট্রাকে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ৪:২০ am

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনের বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলের আশপাশেই পুলিশ থাকায় তারা দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, একটি পণ্যবাহী ট্রাক ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন লাগিয়ে দেয়। এ সময় পাশেই পুলিশ সদস্যরা থাকায় তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত বা ট্রাকের ও পণ্যের তেমন ক্ষতি হয়নি। আমরা ট্রাকটি চালিয়ে নিয়েই থানা হেফাজতে রেখেছি।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েই পাশের ধানখেত দিয়ে পালিয়ে যায়। যার ফলে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি ও কারা আগুন দিয়েছে তাদেরও শনাক্ত করা যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD