সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশের নারী ও পুরুষ দুই দলই খেলছে। আজ পুরুষ দল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে।
বাংলাদেশের ৭ গোলের ৫ টি এসেছে পেনাল্টি কর্নার থেকে। পাঁচটি গোলই করেছেন আমিরুল ইসলাম। ১১-৩৮ এই ২৭ মিনিটের মধ্যে আমিরুল পাঁচ গোল করেন। ৯ ও ১২ মিনিটে একটি করে ফিল্ড গোল করেন জয় ও রকিবুল। স্বাগতিক সিঙ্গাপুর নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাটুকুও করতে পারেনি।
বিকেলে নারী দল হংকংয়ের মুখোমুখি হয়। ১৩ মিনিটে হংকং গোল করে লিড নেয়। ২৯ মিনিটে রিয়া আইরিন সমতা আনেন। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ কনা আক্তারের গোলে লিড নেয়। ম্যাচের শেষ আট মিনিট বাংলাদেশ সেই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে।
নারী দল গতকাল থাইল্যান্ডের বিপক্ষে ৫-৪ গোলে জিতেছিল। আজ হারাল হংকংকে। আগামীকাল নারী দলের খেলা নেই। পুরুষ দল এ গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।