জসিম উদ্দিন সরকার, সিংগাইর মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর বাজারে ব্যবসায়ীদের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলামের মাদক নির্মূল, বাল্য বিবাহ, ইভটিজিং রোধ, চুরি-ডাকাতি ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক ওসি জাহিদুল ইসলাম। পরে তার তত্ত্বাবধানে সিংগাইর বাজার ব্যবসায়ী সমিতির ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সেদিন সিংগাইর পৌর নাগরিক কমিটির আংশিক কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি আসাদুল্লাহ আজাদ, সাবেক পৌর কাউন্সিলর নূরে আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মহিদুর রহমান ফকির, সিংগাইর বাজারের ব্যবসায়ী মুফতি আব্দুল্লাহ ফারুকী, আতাউর রহমান মাস্টার, আমজাদ হোসেন মেম্বার, জামাল হোসেন, দেওয়ান আবুল কালাম আজাদ, জমির উদ্দিন খানসহ অনেকে।
এ সময় সিংগাইর বাজারের শতাধিক ব্যবসায়ী বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।