সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ নজরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫ ৫:৪১ am


‎জসিম উদ্দিন সরকার, সিংগাইর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে তিনি উক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আসেন।

‎পরিদর্শনকালীন সময়ে ড. আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রদেরকে কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে কর্মসংস্থানের যোগানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো সমৃদ্ধ এবং উন্নত করে গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখার আহ্বান জানান।

‎পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, সিংগাইর সার্কেল জোনের এএসপি নাজমুল হাসান, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত অফিসার জাহিদুল ইসলাম, অত্র প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকে।



শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD