মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

সারাদেশে ৬৩৪ থানার কার্যক্রম চালু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ১২:২৪ pm

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের প্রায় সকল থানার কার্যক্রম। তবে, সুখবর হচ্ছে, দেশের বিভিন্ন থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে সবগুলোর এবং বিভিন্ন জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পাঁচটি থানা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে, আগামী দুই-তিন দিনের মধ্যে এই পাঁচটি থানারও কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD