বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

সায়েস্তা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৭ am


‎মানিকগঞ্জ প্রতিনিধি: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১০ডিসেম্বর) সন্ধ্যায় সায়েস্তা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‎শরিফ মৃধাকে আহ্বায়ক, মো. আমিনুর ইসলাম খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দেওয়ান মো. ইউনুছকে সদস্য সচিব করে মোট ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

‎সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু উক্ত কমিটি ঘোষণা করেন। এসময় সায়েস্তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করার লক্ষে আগামী ১মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটি করে উপজেলা বিএনপির বরাবর জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়।

‎সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল হোসেন মোকার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকনসহ সিনিয়র নেতৃবৃন্দ।

‎এসময় উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, মোঃ ইলিয়াস হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, রিপন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মী।

‎সবশেষে কমিটি গঠন উপলক্ষে সাহরাইল বাজারে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
‎‎

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD