শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

সাভারে এসি বিস্ফোরণে আহত নাহিদের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ৫:১৫ am

সাভারে একটি বস্ত্র বিতানে এসি বিস্ফোরণের ঘটনায় আহত নাহিদ (৪৫) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা তিনি।

মৃত নাহিদ সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বাসিন্দা। সে গেন্ডা বাজারে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামে একটি দোকানে কাপড়েরর ব্যবসা করতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভারে এসি বিস্ফোরণে ওই ব্যক্তি দগ্ধ হয়েছিল। তার শরীরের ৩০ শতাংশ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। আজ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এরআগে ১৫ এপ্রিল সাভার পৌর এলাকায় গেন্ডা বাজারে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামক একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ হয়। এতে পথচারীসহ অর্ন্তত ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন দগ্ধ হয়েছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD