রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন




সাকিব-হৃদয় ব্যাটিং তাণ্ডবে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড গড়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৩ রান। ২০১৯ সালের জুন মাসে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়া করতে নেমে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। একই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩০ রান করেছিল টাইগাররা। এবার নিজেদের সেই অতীত রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন তামিম ইকবালের দল।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ইংল্যান্ড সিরিজের মতো আইরিশদের বিপক্ষেও ব্যর্থ হন টাইগার কাপ্তান তামিম। ইনিংসের তৃতীয় ওভারে মার্ক এডেয়ারের বলে স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন তামিম। ৯ বলে ৩ রান করে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর লিটন-শান্ত জুটি গড়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৩৪ রানের জুটি ভেঙে যায় লিটনের ৩১ বলে ২৬ রানে বিদায়ে। দশম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে দলীয় ৪৯ রানে কাভারে স্টার্লিংকে ক্যাচ দিয়ে আউট হন লিটন দাস।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD