সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

সাইবার নিরাপত্তা কমিটির আহ্বায়ক ইজাজুল, সদস্য সচিব মুশফিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ৯:৩৮ am

সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির (এনসিসিএ) ২০২৪-২৫ সেশনের নেতৃত্ব গঠন করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞ ড. ইজাজুল হককে আহ্বায়ক ও প্রকৌশলী মো. মুশফিকুর রহমানকে সদস্য সচিব মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত মনোনয়ন বোর্ড এ কমিটি গঠন করে।

সোমবার (২৫ মার্চ) এনসিসিএ প্রকৌশলী মো. মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, রহিম আফরোজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. আনিসুর রহমান, ইউওয়াই সিস্টেমসের প্রধান নির্বাহী ফারহানা এ রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাওছার উদ্দীন, প্রযুক্তি প্রতিষ্ঠান সফোসের কান্ট্রি ম্যানেজার আবুল হাসনাত মোহসিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল এর সিনিয়র লেকচারার মো. সাইমুম রেজা তালুকদার, যমুনা ব্যাংকের প্রযুক্তি বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আবুল হাছান ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ।

স্বেচ্ছাসেবামূলক এই কমিটি মূলত দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সমন্বয়ে ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করছে। প্রতিশ্রুতিশীল নিরাপদ সাইবার জগৎ প্রতিষ্ঠায় এবং জাতীয় সাইবার নিরাপত্তা নিশ্চিতে পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন, অ্যাডভোকেসি ও জনসচেতনতার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করবে এই কমিটি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD