বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

সাংবাদিক মহসিন আলী মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ৭:৪২ am

দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এবং মেহেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ মার্চ) ভোরে সেহরি শেষে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি।

মরহুমের পরিবারের বরাত দিয়ে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু জানান, আজ রোববার বিকেল ৪টার সময় মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে শ্রদ্ধা নিবেদন ও জানাজা অনুষ্ঠিত হবে। এর পর আসর নামাজের পর হোটেল বাজার জামে মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক মহসিন আলী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মেহেরপুর প্রেসক্লাব, মেহেরপুর জেলা প্রেস ক্লাব, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD