বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

সম্মেলন শেষ হওয়ার আগেই দিল্লি ছাড়লেন বাইডেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৭ am

ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘জি-২০ শীর্ষ সম্মেলন’ আজ (রোববার) শেষ হচ্ছে। তবে, সম্মেলন শেষ হওয়ার আগেই দিল্লি ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে ভিয়েতনামের উদ্দেশে দিল্লি ছাড়েন তিনি।

এর আগে, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতে যান বাইডেন। সেইদিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

মোদির সঙ্গে ৫০ মিনিটের বৈঠকে দুই নেতাই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। এরপর শনিবার জি-২০ সম্মেলনে যোগ দেন।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট রোববার দুপুর সাড়ে ১২টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে, জি-২০ সম্মেলন শেষে দুই দিনের সফরে রোববার সন্ধ্যয় ঢাকায় আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৯০ সালে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট মিত্রান্দের পর ম্যাক্রোঁই প্রথম নেতা যিনি বাংলাদেশ সফরে আসছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD