আজ শনিবার সকাল ১১টা থেকে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। বিশ্বের শীর্ষ সব নেতারা এখন এই দেশটিতে।
এরই মধ্যে সম্মেলনের উদ্বোধনেও ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ নেমপ্লেট দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে। এতে করে দেশের নাম পরিবর্তনের বিতর্ক যেনো আরেকবার চাঙ্গা হয়ে উঠল।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিজেপি সরকারের দেশের নাম বদলে ফেলার এজেন্ডার শক্ত বার্তা দিচ্ছেন মোদী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দিল্লির প্রগতি ময়দানের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ‘ভারত মান্দাপাতামে’-এ আয়োজন করা হয়েছে এই শীর্ষ সম্মেলনের। এনডিটিভির প্রকাশিত ছবিতে দেখা যায় বসে থাকা নরেন্দ্র মোদীর ঠিক সামনেই ইন্ডিয়ার বদলে ‘ভারত’ লেখা নেমপ্লেটটি।
এর আগেও বিশ্বের কোনও আন্তর্জাতিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বা শীর্ষপর্যায়ের নেতারা অংশ নিলে দেশের নাম ‘ইন্ডিয়া’ লেখা প্ল্যাকার্ড থাকতো। কিন্তু এবার ইন্ডিয়া নাম যেন খুজেই পাওয়া যাচ্ছে না।
মোদীর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে না পড়তেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক, আলোচনা-সমালোচনা। ধারণা করা হচ্ছে, বিশ্ব মঞ্চ থেকেই এটি প্রতিষ্ঠিত করতে একটা পরিষ্কার বার্তা দিচ্ছেন মোদি।
এর আগে জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রনেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘দ্য প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ না লিখে ‘দ্য প্রেসিডেন্ট অব ভারত’ লেখাকে নিয়ে শুরু হয়েছিলো বিতর্ক।
এ ছাড়া ২০তম আসিয়ান (ASEAN) সামিট এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদানের সময় সফরের সরকারি নোটিফিকেশনে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ হিসেবে উল্লখ করা হয় নরেন্দ্র মোদীকে।