বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর : এইলিন লুবাখার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৬ pm

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সম্পর্ক আরও এগিয়ে নি‌তে মা‌র্কিন প্রতি‌নি‌ধিদল ঢাকা সফর করেছে বলে জানিয়েছেন দেশ‌টির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার।

রোববার (২৫ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে সাক্ষাৎ শেষে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এইলিন লুবাখার ব‌লেন, দুই দে‌শের সম্পর্ক আরও এগিয়ে নি‌তে মা‌র্কিন প্রতি‌নি‌ধিদল ঢাকা সফর ক‌রছে।

তিন দিনের সফরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন মার্কিন গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তা। প্রতিনিধিদলে লুবাখার-আফরিন ছাড়াও রয়েছেন ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার।

মার্কিন তিন প্রতিনিধিদল ঢাকায় পৌঁছানোর পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় মার্কিন দূতাবাস জানায়, ইন্দোপ্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। সফরকালে তারা তরুণ অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ, শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন।

মুক্ত ইন্দোপ্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়া, মানবাধিকারকে সমর্থন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক সহনশীলতার শক্তিকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের প্রচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD