সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

সবার দৃষ্টি এখন তফসিলে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ৫:০৯ am

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আজ বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনাররা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

নিয়মানুযায়ী প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ভাষণের মাধ্যমে জাতির কাছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সূচি তুলে ধরেন। এছাড়া তফসিল ঘোষণার দিন নির্বাচন ভবনে ভাষণ রেকর্ডিং করা হয়। এবার রেকর্ডিংয়ের পাশাপাশি লাইভে তফসিল ঘোষণারও পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা যায়, তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ডিং বা লাইভ প্রচারের জন্য দুই দিন বাংলাদেশ টেলিভিশনের কলাকুশলীদের স্টান্ডবাই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার কমিশনের বিকালের বৈঠকে যদি তফসিল ঘোঘণার সিদ্ধান্ত হয় তবে সন্ধ্যা ৭টায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কখন, কবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

কমিশন বলেছে, চলতি সপ্তাহের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোট গ্রহণ।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার দুপুরে বলেন, কবে, কখন, কীভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হবে তা বুধবার (আজ) সকাল ১০টায় আমি প্রেসব্রিফিং করে জানাব। নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ইসি আরও বলেন, আপনারা জানেন, ’৭০-পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছে, তা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, না, কোনো প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কারণ সেটা কমিশনে আসেনি। কমিশন নিজস্ব গতিতে তার সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছে, সে অনুযায়ী নির্বাচন হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, কমিশন যেভাবে বলবে সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এ বিষয়ে তাদের উদ্যোগ তারাই বললেন। গতকাল (সোমবার) পর্যন্ত ইসির নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি রেখেছে বলে জেনেছি।

কূটনৈতিক তৎপরতার কারণে তফসিল পেছানোর কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, আমি আপনাদের প্রশ্ন বুঝি না।

এদিকে নির্বাচন কমিশন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে সংবাদকর্মীসহ সকলকে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের সামনে পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে পুলিশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD