শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

সই করার সময় হাতটা কেঁপে ওঠে: তিশা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৭ am

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আজ (বুধবার) রাজধানীর একটি হাসপাতালে তিশার মা শাহীন মাহফুজা হকের হাঁটুতে অস্ত্রোপচার হবে।

এর আগে ফেসবুকে মায়ের সঙ্গে এক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন,‘গত বছরের ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস সার্জারি হয়েছিল। এক বছর যেতে না যেতেই আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (নী-রিপ্লেসমেন্ট)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’

স্মৃতিচারণ করে তিশা বলেন ‘‘প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, ‘আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো’। আর আমরা হাসিমুখে বলি, ‘আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা’।’’

সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমীন!’ তিশার সেই পোস্টে ভক্তরাও তার মায়ের সুস্থতা কামনা করেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD