বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

সংসদ অধিবেশন বসছে বিকেলে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:১৩ am

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও চলতি বছরের চতুর্থ অধিবেশন বসছে আজ।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।

অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। অধিবেশন কত কার্যদিবস চলবে তা বৈঠকে চূড়ান্ত হবে।

জানা গেছে, এই অধিবেশনের শেষে অক্টোবরের মাঝামাঝি সময় আরেকটি অধিবেশন বসবে। ওই অধিবেশনটি হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।

এই অধিবেশনে আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’-সহ বেশ কিছু আইন পেশ হতে পারে। পাসও হবে বেশ কয়েকটি আইন।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD