স্কোর: বাংলাদেশ ১৮/১, ওভার: ৬ (নাঈম শেখ ১০, নাজমুল হোসেন শান্ত ৮)
পেসার রাজিথার বল আগ্রাসী মনোভাবে ড্রাইভ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ঠিকঠাক টাইমিং মেলেনি। মিড অনে শানাকা ছিলেন প্রস্তুত। দারুণ দক্ষতায় বলের ওপর ঝাঁপিয়ে পড়েন লঙ্কান অধিনায়ক। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বল হাতে জমিয়ে রাখতে পারেননি। তাতে ২ রানে জীবন পান বাঁহাতি ব্যাটসম্যান।
স্ট্যাট: বাংলাদেশের ১৬তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শূন্য রানে আউট হলেন তানজিদ হাসান তামিম। ওপেনার হিসেবে চতুর্থ।
অভিষেক রাঙাতে পারলেন না তানজিদ হাসান তামিম। রানের খাতা খোলার আগেই আউট বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারে স্পিনার মহেশ থিকসানাকে বোলিংয়ে এনে চমকে দেন লঙ্কান অধিনায়ক শানাকা।
নিজের দ্বিতীয় বলে থিকসানা পেয়ে যান সাফল্য। এলবিডব্লিউ করে ফেরান তানজিদকে। উইকেটের উপরের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি তানজিদ। আম্পায়ার আঙুল তুলতে সময় নেননি। রিভিউও চায়নি বাংলাদেশ। এর আগে প্রথম বলেও ব্যাট চালাতে গিয়ে ব্যর্থ হন তিনি। তাতে শূন্য রানে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলো এই ওপেনারের।
ওই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তর আউটের আবেদন করে ব্যর্থ হয়ে রিভিউ চায় শ্রীলঙ্কা। রিপ্লেতেও ফল পাল্টায়নি। বল আউটসাইড অফ থাকায় রিভিউ কাজে আসেনি।
অপরপ্রান্তে থাকা নাঈম শেখ বাউন্ডারিতে রানের খাতা খোলেন। প্রথম ওভারে পেসার রাজিথার ওভারপিচ বল ড্রাইভ করে বাউন্ডারিতে পাঠান বাঁহাতি ব্যাটসম্যান।
টস: টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।