বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

শিল্পাঞ্চল ছাড়া গ্যাসের লাইন নয় : নসরুল হামিদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪ ১১:৪০ am

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া কোথাও গ্যাসের লাইন হবে না, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বুধবার (৬ মার্চ) চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস কোম্পানি এলাকায় প্রিপ্রেইড মিটার স্থাপন প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

বেইলি রোডের ঘটনায় চট্টগ্রামে যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে গুরুত্বরোপ করে প্রতিমন্ত্রী বলেন, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে কেউ যদি হোটেল-কারখানা করেন, সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এসব নজরদারি করা হবে, কর্মকর্তারা গাফিলতি করলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় আগামী ৩ বছরের মধ্যে চট্টগ্রামবাসীকে গ্যাসের প্রিপ্রেইড মিটারের আওতায় আনা হবেও বলে জানান প্রতিমন্ত্রী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD