মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

শাহবাগের দিকে আসছেন আন্দোলনকারীরা, মিন্টো রোডে কড়া নিরাপত্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৭:২৭ am

রাজধানীর শাহবাগ চত্বরের দিকে আসছে আন্দোলনকারীদের মিছিলের পর মিছিল। এদিকে, মিন্টো রোডের আগে হোটেল শেরাটন পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বক্সে আগুন দেওয়ার পর মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনের নিরাপত্তায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মিন্টো রোডে পুলিশি ব্যারিকেডে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঘটনাস্থলে থাকা রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, মিন্টো রোডে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মিন্টো রোডে আন্দোলনকারীরা যাতে না আসতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের মিছিল দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে শাহবাগ থেকে হোটেল শেরাটন পেরিয়ে মিন্টো রোডের দিকে চলে আসে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD