শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মুশফিকের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ৬:২১ am

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব দেশের ক্রীড়াঙ্গন। শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যথিত জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামরা। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

বুধবার (১৭ জুলাই) ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা।’

তিনি যোগ করেন, ‘এটা মেনে নেওয়া কঠিন, কোন ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যেকোনো উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।’

দ্রুত সমাধান চেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার আরও লেখেন, ‘সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD