যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে এই দ্বীপটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। তবে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের সময় পুরো হাওয়াই দ্বীপেই প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। এ সময় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
টেকটোনিক প্লেটে অবস্থানের কারণে হাওয়াই দ্বীপে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এখানে কিলাউয়াসহ ৬টি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান। পর্যটকরা হেলিকপ্টারে করে এসব এলাকা পরিদর্শন করে।
দ্বীপটির মেয়র মিচ রথ বলেন, আমি তখন হনুলুলুতে একটি কার্ডিওলজিস্ট ভবনে ছিলাম। হঠাৎ করেই মাথা ঘুরাচ্ছিল। তখন মনে হয়েছিল এটি এমনিতে হচ্ছে। পরে জরুরি ব্যবস্থা বিভাগে ফোন দিয়ে জানতে পারি ভূমিকম্প আঘাত হেনেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামির সতর্কতা নেই।
সূত্র: গার্ডিয়ান