শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৮:১৫ am

ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬ দশমিক ৯ ও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে সৌমলাকি শহর ও বান্দা সাগরে পর পর দুই দফা শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বান্দা সাগরের ১০ কিলোমিটার গভীরে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD