শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

লেবার এমপির ফুসফুসে ত্বকের ক্যান্সার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪ ১:০৯ pm

বৃটেনের বিরোধী লেবার দলের শীর্ষ স্থানীয় এমপি ক্রিস ব্রায়ান্টের ফুসফুসে ছড়িয়ে পড়েছে স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার। এ জন্য তিনি চিকিৎসা নিচ্ছেন। নিজেই স্কাই নিউজকে এ তথ্য জানিয়েছেন। বলেছেন, জানুয়ারিতে তার ডানপাশের ফুসফুসে প্রথম ম্যালানোমা বা এক ধরনের ক্যান্সার শনাক্ত হয়। তারপর তিন মাস ধরে তিনি ইমিউনোথেরাপি নিচ্ছেন। এক পর্যায়ে অপারেশন করা হয় তার ফুসফুসে। তখন চিকিৎসকরা তার ফুসফুস কলাপসড করে দেন, যাতে একটি রোবট ফুসফুস থেকে মেলানোমা কেটে ফেলতে পারে। পরে তার ফুসফুস স্ফীত করা হয়। ৫ বছর আগে তার মাথা থেকে একটি ম্যালানোমা কেটে ফেলা হয়। কারণ, চিকিৎসকরা তাকে বলেছিলেন, এটা তার মাথায় থাকলে তিনি এক বছর বেঁচে থাকার সম্ভাবনা শতকরা ৪০ ভাগ।

এ জন্য অপারেশন করানো হয়। তারপর থেকে প্রতি ৬ মাসে তার স্ক্যানিং করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD