দেশের বাইরে এই প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হলো শরিফুল ইসলামের। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমেছেন তিনি। একই ম্যাচেই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক হয়েছে লিটন দাসেরও। গল টাইটাইন্সের একাদশে লিটন ছাড়াও বাংলাদেশি হিসেবে আছেন সাকিব আল হাসান।
আসরের শুরু থেকেই কলম্বোর সঙ্গে যোগ দিয়েছেন শরিফুল। তবে বাংলাদেশি এই পেসার আজকের আগে পর্যন্ত বেঞ্চে বসেই সময় কাটিয়েছেন। মূলত নাসিম শাহর চোটে গলের বিপক্ষে কপাল খুলেছে শরিফুলের। কাঁধের চোটের কারণে একাদশে নেই নাসিম। তাই এই পাকিস্তানি পেসারের বিকল্প হিসেবে অভিষেক হয়েছে এই বাঁহাতি পেসারের।
এদিকে লিটন দাস কয়েক দিন আগেও ব্যস্ত ছিলে কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টিতে। সেই আসরে ব্যাট হাতে একও ফিফটি ছাড়ার বোলার মতো কিছু করতে পারেনি। তারপরও আসরের মাঝপথে এই ওপেনারকে দলে ভেড়ায় গল। আর আজই ফ্যাঞ্চাইজিটির হয়ে প্রথমবার মাঠে নামার সুযোগ পেলেন তিনি।
এই দুই অভিষিক্ত ক্রিকেটার ছাড়াও আজ গলের একাদশে আছেন সাকিব। এই অলরাউন্ডার অবশ্য ইতোমধ্যেই গলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাটিংয়ে-বোলিংয়ে অবদান রেখে দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেছেন তিনি।