বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন

লালবাগে অগ্নিকাণ্ড, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ২:০০ pm

রাজধানীর লালবাগ কেল্লার পাশে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন একই পরিবারের নারী-শিশুসহ ৬ জন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাড়িটির ৩য় তলায় আটকে পড়েন পরিবারটি। প্রতিবেশীদের সহযোগিতায় তাদেরকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে আসা হয়।

এরা হলেন, ‘ডজ কোম্পানী’ নামে প্লাস্টিক কারখানাটির মালিক জাকির হোসেন (৬৫), তার স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), ছেলের স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), রাফির বোনের মেয়ে জায়না হোসেন আফরিন (১৩) ও তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)।

ভুক্তভোগীরা জানান, লালবাগ কেল্লার পিছনে আতশখানা লেন রহমতউল্লাহ স্কুলের পাশে নিজেদের ৩ তলা বাড়ির ৩য় তলাতেই থাকেন তারা। নিচ তলাতে তাদের কারখানা। দুপুরে আগুন লাগার সময় তারা বাসাতেই ছিলেন। আগুন ছড়াতে থাকলে তারা আটকে পড়েন উপরে। এ সময় প্রচণ্ড ধোয়ায় তাদের শ্বাসকষ্ট হতে শুরু করে। এক পর্যায়ে ছাদে গিয়ে আশ্রয় নেন। তখন প্রতিবেশীরা মই দিয়ে তাদেরকে পাশের ভবনে নেন এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তাদের কারও শরীরে কোনো দগ্ধ হয়নি। সবাই ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া যাবতীয় চিকিৎসা চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD