আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সামনে রেখে সৌদি আরবের রিয়াদ দূতাবাস প্রাঙ্গণে চিত্রাঙ্কন, কবিতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সৌদিতে বসবাসরত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বাংলা ও ইংরেজি) শিশু-কিশোররা এতে অংশ নেয়।
রোববার রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, শিশু কিশোররা রঙ তুলিতে গ্রামীণ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, শহিদ মিনার, স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন বিষয় তুলে আনে। এছাড়া বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধ নিয়ে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও জাতির পিতার সংগ্রামী জীবন সম্পর্কে বেশি করে জানার সুযোগ পাবে। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসের শিশু কিশোরদের দেশের সংস্কৃতির সাথে পরিচয় হওয়ার মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে।
দূতাবাস বলছে, সৌদিতে বসবাসরত নতুন প্রজন্মকে জাতির পিতার সংগ্রামী জীবন, মহান মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছে।